ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৫:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুইজন আটক, তদন্তে পুলিশ ও সিএসএফ

প্রকাশিত : ০৫:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

গুলশানে তারেক রহমানের বাসভবন এলাকায় বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকার নিরাপত্তা জোরদার করতে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকায় বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে আটক করেন।

এর কিছুক্ষণ পর একই স্থানে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসভবন এলাকায় নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com