সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, মাঠপর্যায়ের প্রশাসনিক আচরণ নিরপেক্ষ নির্বাচনের পথে প্রশ্ন তৈরি করছে।
শুক্রবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসনের সাম্প্রতিক আচরণে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তার দাবি, প্রশাসনের একটি অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উদ্বেগজনক।
তিনি আরও বলেন, কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে। ওই প্রার্থী বিভিন্ন সময় আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিলেও তা পরিশোধ করেননি এবং আদালতের স্থগিতাদেশ সংক্রান্ত তথ্যও গোপন করেছেন বলে দাবি করেন তিনি।
হাসনাত আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, নির্বাচন বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে—কোনো প্রার্থী যদি তার ব্যক্তিগত তথ্য গোপন করেন, তবে তার প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে। প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য ও যুক্তি উপস্থাপন করা হলেও সিদ্ধান্তে নিরপেক্ষতা কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবী একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উত্থাপন করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে যুক্তিতর্ক চলে। পরে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিধি অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিলের পরামর্শ দেন।
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা-৪ আসনের উভয় প্রার্থী—হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। সিদ্ধান্ত ঘোষণার পর দু’জন প্রার্থী সৌজন্য সাক্ষাৎ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com