সংগৃহীত
ঢাকা-৮ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে প্রতিপক্ষের বক্তব্যের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওই আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, “মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসিনি, আর নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধও করিনি।”
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস ব্যালট পেপার নিয়ে আপত্তির কথা জানান। তিনি বলেন, ব্যালট পেপারে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে, যা উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি জানান, এখনো তারা আনুষ্ঠানিক প্রচারণায় নামেননি। তবে নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং ভোটারদের কথা শোনা হচ্ছে।
ঢাকা-৮ আসনের অপর এক প্রার্থীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের বিরুদ্ধে দুর্বল প্রার্থীরা কথা বলতেই পারে। এসব বক্তব্য তিনি গুরুত্ব দিচ্ছেন না বলে জানান।
তবে তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ যদি পরিকল্পিতভাবে ঢাকা-৮ এলাকায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা জনতার নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এতে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়।
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হওয়ার জন্য। একই সঙ্গে জানান, তার দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো প্ররোচনায় জড়াবে না।
এ সময় নয়াপল্টন এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com