সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় তার দেওয়া এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করব। এখানে যে কেউ চাঁদাবাজি ও দুর্নীতি সংক্রান্ত তথ্য বা প্রমাণ (ডকুমেন্টস, এভিডেন্স) জমা দিতে পারবেন। তথ্য দেওয়ার সময় প্রত্যেকের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।’’
তিনি আরও জানান, ‘‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’’
সংগৃহীত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘‘আমরা প্রমাণ হাতে পেলে চাঁদাবাজদের সরাসরি দেখাব—এই হলো প্রমাণ, এবং রাজনীতি ছেড়ে দেওয়ার নির্দেশ দেব।’’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com