ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:৩৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির বিশাল প্রস্তুতি সভা

প্রকাশিত : ০৪:৩৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

মশিউর রহমান চন্দন পাঠানো

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভৈরব জনসভাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জানুয়ারি) বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জনসভাটি সফল করতে এবং নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করতে এই সভার আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তিনি। সভাটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।প্রস্তুতি সভায় কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ১৩টি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ শরিফুল আলম বলেন, "আগামী ২২ জানুয়ারি ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা কিশোরগঞ্জের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"সভায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জনসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জনসভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। সভার শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com