ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

এনআইডি তথ্য পাচার: ইসির কর্মচারীসহ ২ গ্রেপ্তার, কোটি টাকার চক্র উন্মোচন

প্রকাশিত : ০২:১৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

এনআইডির গোপন তথ্য পাচার করে কোটি টাকা আয়ের অভিযোগ, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংবেদনশীল তথ্য চুরি ও অবৈধভাবে বিক্রির মাধ্যমে প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) একজন কর্মচারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের একজন নির্বাচন কমিশনে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার এবং এনআইডিতে ভুয়া তথ্য সংযোজনসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

সিআইডি সূত্র জানায়, সংঘবদ্ধ এই চক্রটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ করে নাগরিকদের এনআইডি সংশোধন, তথ্য পরিবর্তন এবং গোপন তথ্য বিভিন্ন পক্ষের কাছে বিক্রি করত। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিয়মিতভাবে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে নাগরিকদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে আসছিল। এ ঘটনায় নির্বাচন কমিশনের আরও কেউ, বিশেষ করে উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জালিয়াতির পরিধি, কতজন নাগরিকের তথ্য ঝুঁকিতে পড়েছে এবং এসব ভুয়া সংশোধনের মাধ্যমে কোনো আর্থিক বা রাষ্ট্রীয় অপরাধ সংঘটিত হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

একইসঙ্গে এনআইডি ব্যবস্থাপনায় বিদ্যমান নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেপ্তারকৃতদের পরিচয়, অপরাধের কৌশল এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে।

সিআইডি কর্মকর্তাদের আশা, এই গ্রেপ্তারের মাধ্যমে এনআইডি জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য পাচারের একটি বড় নেটওয়ার্ক উন্মোচন করা সম্ভব হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com