ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
রিফাত নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ :
প্রকাশিত : ০৪:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নাগরপুরে জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাস সার্ভিস চালুর ঘোষণা

প্রকাশিত : ০৪:৪৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

রিফাতর পাঠানো

রিফাত নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ :

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নাগরপুর উপ-কমিটির পরিচিতি সভা ১২ জানুয়ারি, সোমবার বেলা ১১ ঘটিকায় টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের জনাব মোহাম্মদ আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু’র সঞ্চালনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নাগরপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭-২০২৮ মেয়াদের ৩ বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয় এবং জনস্বার্থে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালুর গুরুত্বারোপ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আলি এবং সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু’র  যৌথ স্বাক্ষরে এই উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৬, ২০২৭ ও ২০২৮ বর্ষের ৩ বছরের জন্য এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু বলেন, "নাগরপুর একটি অত্যন্ত জনবহুল এলাকা। বর্তমানে এখানে নিয়মিত বাস সার্ভিস না থাকায় সিএনজি চালকরা সন্ধ্যা হলেই সাধারণ যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করছে। বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।"এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনীত নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ রাজনীতিবীদ জনাব মোঃ রবিউল আওয়াল লাভলুসভায় ঘোষিত নতুন কমিটিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ১০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন এম.এ সালাম মিয়া (সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ হবিবর রহমান হবি (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মোঃ রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি,  শিব শংকর সূত্রধর (সহ-সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব নাগরপুর উপজেলা যুবদল, নুরুল মোমেন কায়েস (কমল), মোঃ মামুন খান, মোঃ তোফায়েল মোল্লা, মোঃ জামান মিয়া ও কাজী রনি।কার্যকরী পরিষদ কমিটির নেতৃত্বে রয়েছেন- সভাপতি মোঃ ফিরোজ হোসেন, কার্যকরী সভাপতি মোঃ কাইয়ুম মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফ শিকদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোঃ মজিদ মোল্লা, মোঃ আলিম মিয়া ও নারায়ন চন্দ্র দাস এবং যুগ্ম সম্পাদক পদে মোঃ ঠান্ডু শেখ দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ জুলহাস মিয়া নির্বাচিত হয়েছেন।নতুন এই উপ-কমিটি অনুমোদনের ফলে নাগরপুর-টাঙ্গাইল সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, নতুন কমিটির তৎপরতায় দ্রুত বাস চলাচল শুরু হবে।রিফাত  নাগরপুর সভার শেষে নবগঠিত কমিটির সদস্যরা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com