ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

দুদকের আবেদনেই মমতাজ বেগমের ঢাকার ও মানিকগঞ্জের সম্পত্তি জব্দ

প্রকাশিত : ০৩:৪৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকার এবং মানিকগঞ্জের চারটি বাড়ি, পূর্বাচলের প্লট ও জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (তারিখ উল্লেখ করতে পারেন) এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী রিয়াজ হোসেন।

জব্দকৃত স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে:

  • মহাখালী ডিওএইচএসে ৫ তলা একটি বাড়ি

  • মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুই তলার বাড়ি

  • মানিকগঞ্জ সদর উপজেলায় চারতলা একটি বাড়ি

  • পূর্বাচলে ৯ কাঠা জমি

  • মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ ও একটি জায়গায় ৪১২.৫১ শতাংশ জমি

মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে থাকা দুই তলার একটি বাড়ি বাদে, সম্পত্তিগুলোর মোট মূল্য প্রায় ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা ধরা হয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালীন সময়ে সম্পত্তি জব্দ করা প্রয়োজন বলে আদালত বিবেচনা করেন।

গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মমতাজ বেগম একজন প্রতিষ্ঠিত লোকসংগীত শিল্পী। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন। পরবর্তী দু’বার তিনি নৌকা প্রতীকে সংসদ সদস্য হয়েছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে তিনি একজন আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com