সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজে পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট ছাপানোর সময় সরকারি গেজেটের ক্রমধারা ও ধারাবাহিকতা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সচিব আরও বলেন, ‘‘ধানের শীষ প্রতীক ব্যালটের ভাঁজে পড়া একটি ত্রুটি (মিস)। আমি এখনই বিস্তারিত বলতে পারব না, কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে বিষয়টি যাচাই না করে মন্তব্য করা সম্ভব নয়।’’
তিনি জানান, যতটুকু জানা গেছে, ব্যালট সাজানো হয়েছে সরকারিভাবে প্রকাশিত গেজেটের ধারাবাহিকতা অনুযায়ী।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকটি পরিকল্পিতভাবে ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, যাতে ভাঁজ করলে প্রতীকটি সহজে চোখে না পড়ে। তিনি এখনো ছাপা হয়নি এমন ব্যালটগুলো সংশোধনের দাবি জানিয়েছেন।
ব্যালট পুনঃছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘‘এ বিষয়ে এখনও মন্তব্য করা যাবে না। কমিশনের সভার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com