ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশে থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিদেশে অবস্থান করে দেওয়া হুমকি বা বক্তব্য বাস্তবে কোনো গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্রের নির্বাচনকেন্দ্রিক বক্তব্য ভোটারদের ওপর প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক ব্যক্তিরা নানা কথা বলতেই পারেন। তবে আইনের আওতায় এসে কথা বললেই কেবল তার গ্রহণযোগ্যতা থাকে।

নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। সবার সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় কিছু জটিলতা তৈরি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর অনুপস্থিতির সুযোগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে বাংলাদেশ সরকার বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে এবং নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, আরাকান আর্মিকে কোনোভাবেই বৈধতা দেওয়া হয়নি। তাদের তৎপরতার কারণে সীমান্ত এলাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং গোলা বাংলাদেশের ভেতরে পড়ার বিষয়েও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে তিনি জানান, সীমান্তে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে সাবেক সরকারের অনুসারী কেউ লুকিয়ে আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাহিনীর ভেতরে এমন কোনো ব্যক্তির অস্তিত্ব নেই।

বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবছর রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা আগে কখনো হয়নি। তারা দ্রুত বিভিন্ন ইউনিটে দায়িত্ব গ্রহণ করবে।

তিনি বলেন, বড় পরিসরে এই রিক্রুটমেন্টের অন্যতম উদ্দেশ্য হলো আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com