ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বিজয় দিবসে সর্বাধিক স্কাইডাইভিং: বাংলাদেশ গিনেস রেকর্ড গড়লো

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

স্বাধীনতার ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ঢাকা-তে অনুষ্ঠিত বিশেষ স্কাইডাইভ অভিযানে বাংলাদেশ সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা একসঙ্গে উত্তোলনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে ছিলেন আশিক চৌধুরী (BIDA) সহ অন্যান্য প্যারাট্রুপাররা, আকাশে লাল-সবুজের ৫৪টি পতাকা উড়েছিল। পুরো অভিযান পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে আর্মড ফোর্সেস ডিভিশন (AFD)।

“Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” শিরোনামে এই রেকর্ড অর্জনের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের টিম জানায়, এ উদ্যোগের উদ্দেশ্য ছিল বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করা এবং দেশের স্কাইডাইভারদের মাধ্যমে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।

এই অর্জন কেবল একটি বিশ্বরেকর্ড নয়; এটি দেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com