সংগৃহীত
বিশ্বের পাসপোর্টের মানের সূচকে বাংলাদেশ কিছুটা অগ্রগতি অর্জন করেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। আগের বছর ২০২৫ সালে এই অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ ২০২৬ সালে লাল-সবুজ পাসপোর্টের মানে হালকা উন্নতি হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন—এই সক্ষমতার ভিত্তিতে প্রতিবছর সূচকটি প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্যভান্ডারের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়।
সর্বশেষ তালিকায় ভারতের অবস্থান ৮০তম। দেশটি এই অবস্থানে রয়েছে নাইজার ও আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে। বাংলাদেশের তিন ধাপ নিচে অর্থাৎ ৯৮তম স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের পর অবস্থান ইরাক ও সিরিয়ার। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান, যার অবস্থান ১০১তম।
এদিকে নেপালের অবস্থান বাংলাদেশের ঠিক এক ধাপ নিচে। হেনলি সূচকে দেশটির অবস্থান ৯৬তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের শীর্ষ তিনটি শক্তিশালী পাসপোর্টই এশিয়ার দেশগুলোর দখলে। তালিকার এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান।
যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ আরও চারটি দেশ।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে সূচকটিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটিকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী পাসপোর্ট র্যাংকিং হিসেবে বিবেচনা করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com