সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর করা হয়েছে, পাঁচটি নামঞ্জুর করা হয়েছে এবং একটি আপিল বিকেল ৪:৩০ পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে। এছাড়া দুটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।
শুনানি বুধবার সকাল ১০:২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) শুরু হয়। প্রথম বিরতি বেলা ১১:৩০ মিনিটে দেওয়া হয়।
শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তার জমা দেওয়া ১ শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে নির্বাচিত ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি। মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর ১ শতাংশ ভোটার তালিকা থেকে ১০ জনের মধ্যে ৮ জন যাচাই করা যায়নি, ফলে তার মনোনয়নও বাতিল করা হয়েছে। একই কারণে সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়নও বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপি সংক্রান্ত কারণে চট্টগ্রাম-১৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির মনোনীত প্রার্থী ও নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com