সংগৃহীত
ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজ্যগুলোতে কাজের সন্ধানে যাওয়া মুসলিম শ্রমিকরা বারবার এ ধরনের হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ এমন একটি ঘটনা ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে।
হামলার শিকার ব্যক্তি দিলজানি আনসারি (নাম পরিবর্তিত নয়), যিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করে একদল যুবক।
পুলিশ সূত্র জানায়, দিলজানি আনসারি গত প্রায় ১৫ বছর ধরে নিয়মিতভাবে কাজের প্রয়োজনে ম্যাঙ্গালুরুতে আসেন। প্রতিবছর চার থেকে ছয় মাস তিনি সেখানে শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। রোববার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় চার যুবক তার পথরোধ করে পরিচয়পত্র দেখতে চায়।
এ সময় ওই যুবকরা তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা শুরু করে। দিলজানি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও তারা তা মানতে অস্বীকার করে। একপর্যায়ে তার কাছেই থাকা একটি বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় এক নারী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর আতঙ্কিত দিলজানি আনসারি থানায় সরাসরি অভিযোগ না করে বাড়িতে ফিরে যান এবং স্থানীয় কয়েকজন নেতাকে বিষয়টি জানান। পরবর্তীতে তারাই পুলিশকে বিষয়টি অবহিত করেন।
তদন্তে পুলিশ দিলজানির কাগজপত্র যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি একজন ভারতীয় নাগরিক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন চার যুবকের নাম সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন। পুলিশ জানিয়েছে, তারা একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে চারজনই এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com