ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:০০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১২:০০ এএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তেহরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, নতুন শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে কোন ধরনের লেনদেন বা কোন খাতকে ইরানের সঙ্গে বাণিজ্য হিসেবে বিবেচনা করা হবে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্কের নাম উঠে এসেছে। নতুন শুল্কনীতির ফলে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্পও বিবেচনায় রাখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় একাধিক বিকল্প খোলা রাখেন এবং বিমান হামলাও সেই সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে।

লেভিট জোর দিয়ে বলেন, কূটনৈতিক সমাধানই যুক্তরাষ্ট্রের প্রথম অগ্রাধিকার। তবে প্রয়োজন মনে করলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে প্রেসিডেন্ট দ্বিধা করবেন না। তিনি স্মরণ করিয়ে দেন, গত গ্রীষ্মে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা তেহরানের অজানা নয়।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই নেতিবাচক প্রভাব ফেলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ, যা অর্থনৈতিক সংকটকে আরও গভীর করেছে।

এই পরিস্থিতির মধ্যেই দেশজুড়ে চলমান বিক্ষোভে সহিংসতা বাড়ছে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। তাদের তথ্যমতে, সাম্প্রতিক সংঘাতে ইরানে প্রায় ৬৫০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

গত ২৮ ডিসেম্বর খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর হঠাৎ করে পড়ে গেলে তেহরানের রাস্তায় নামেন ব্যবসায়ীরা। গত এক বছরে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণে কমেছে। একই সময়ে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় ভোজ্য তেল, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com