সংগৃহীত
উত্তর কোরিয়া সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং এটি একটি ঘৃণ্য অপরাধের শামিল।
পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ, শুধু অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আচরণকে জাতিসংঘের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে। বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় এই প্রতিক্রিয়া এসেছে।
উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com