ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেব না : সুশীলা কার্কি

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

নেপালকে কোনো অবস্থাতেই বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি বলেছেন, রাজনৈতিক ও সামাজিক চাপ সত্ত্বেও তার সরকার এই অবস্থানে অনড় রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কার্কি নেপালকে বাংলাদেশে পরিণত করার ধারণার তীব্র বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল এবং তথাকথিত জেন-জি তরুণদের পক্ষ থেকে সরকারের ওপর ক্রমাগত চাপ ও সমালোচনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন।

কার্কি বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি একাংশ তরুণ প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে। “আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো—এই কথাই আমাদের শুনতে হচ্ছে। কিন্তু সরকার ছাড়ার মানে কী, সেটার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব ছাড়লেও সমালোচনা থেমে থাকে না। বরং তখন নতুন করে অপমান ও দায় চাপানো হয়। তার ভাষায়, “যেদিনই আমরা সরে দাঁড়াই, পরদিনই বলা হয়—তোমাদের সুযোগ ছিল, কিন্তু তোমরা তা কাজে লাগাওনি।”

জেন-জি তরুণদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২৫ থেকে ৩০ জন তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে প্রতিনিয়ত সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। “আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাই না,”—যোগ করেন তিনি।

এই পরিস্থিতির মধ্যেও নেপাল সরকার দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছে উল্লেখ করে সুশীলা কার্কি বলেন, নেপালকে কখনোই বাংলাদেশের মতো অস্থিতিশীল অবস্থায় যেতে দেওয়া হবে না। “আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপাল বাংলাদেশ হতে চায় না এবং আমরা তা হতে দেব না,”—বলেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com