ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইরানে সামরিক জ্যামারে অচল ইলন মাস্কের স্টারলিংক, ইন্টারনেট ব্ল্যাকআউট আরও গভীর

প্রকাশিত : ০৬:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ইরানে সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর দেশটিতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার উদ্যোগ নিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সামরিক প্রযুক্তি ব্যবহার করে সেই স্টারলিংক সংযোগও কার্যত অচল করে দিয়েছে ইরান।

ইরানওয়্যার-এর বরাতে মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বস জানায়, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক রিসিভার সক্রিয় রয়েছে—এমন দাবি থাকলেও বাস্তবে স্যাটেলাইট ইন্টারনেটও ব্ল্যাকআউটের কবলে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হয়। কয়েক ঘণ্টার মধ্যেই এই হার বেড়ে ৮০ শতাংশেরও বেশি হয়ে যায়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আগের ইন্টারনেট শাটডাউনগুলোর তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেড়েছে। তবে তারা উল্লেখ করেছে, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এই সেবা চালু রাখা ও ব্যবহার করা দেশটির আইনে অবৈধ।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে জিপিএস সিগন্যাল ব্যবহার করে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকেই ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল ব্যাহত করছে। এর ফলে অঞ্চলভেদে সংযোগ কাজ করছে বা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে—যা এক ধরনের ‘প্যাচওয়ার্ক’ পরিস্থিতি তৈরি করেছে।

ইন্টারনেট স্বাধীনতা নিয়ে কাজ করা মিয়ান গ্রুপের পরিচালক আমির রাশিদি টেকরাডারকে বলেন, ‘গত ২০ বছরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে গবেষণায় এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি।’

স্টারলিংকের ডেটা প্যাকেট পর্যবেক্ষণকারী প্রযুক্তিবিদদের মতে, স্যাটেলাইট সংযোগে ব্যাপক বিঘ্ন ঘটায় ইরানে স্টারলিংক ইন্টারনেট কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে সাম্প্রতিক ইন্টারনেট শাটডাউন নিয়ে গবেষণা করা বিশ্লেষক সাইমন মিগলিয়ানো ফোর্বসকে বলেন, ‘এই কিল সুইচ পদ্ধতির অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ। ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘণ্টায় ইরানের অর্থনীতি থেকে প্রায় ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতি হচ্ছে।’

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com