ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

খালেদা জিয়া ছিলেন দক্ষিণ এশিয়ায় অনন্য নারী নেতা: মার্শা বার্নিকাট

প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো কোনো অভিযোগ করেননি। তার হৃদ্যতাপূর্ণ আচরণ ও ব্যক্তিত্ব সবার মন জয় করেছিল। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারী নেতৃত্ব হিসেবে তিনি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।

সোমবার (১২ জানুয়ারি) ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভায় এসব কথা বলেন মার্শা বার্নিকাট। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

বার্নিকাট বলেন, সংকট ও দুর্দিনের মধ্যেও খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল ও আন্তরিক। তিনি ছিলেন অমায়িক প্রকৃতির মানুষ এবং সবসময় বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন মানুষ তার রাজনৈতিক উত্তরাধিকার স্মরণ করবে।

স্মরণসভায় বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। গণতান্ত্রিক প্রতিষ্ঠান যখন ভেঙে পড়েছিল এবং বিরোধী মত দমন করা হচ্ছিল, তখন তিনি সাহসিকতার সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক বন্দিত্বকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা বলেন, গুরুতর অসুস্থতা ও সীমাহীন কষ্টের মধ্যেও খালেদা জিয়া সংগ্রাম চালিয়ে গেছেন। তার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়ন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মার্ক শেফ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রীর স্মরণসভা আয়োজন করতে পেরে তারা গর্বিত।

এ ছাড়া স্মরণসভায় বক্তব্য দেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। বক্তারা সবাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com