ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১২ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব ঢাবি ছাত্রদল নেতা হামিম

প্রকাশিত : ০২:১২ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় জামায়াতের বিরুদ্ধে প্রতারণামূলক জনসংযোগের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, নিম্নআয়ের শ্রমজীবীদের দারিদ্র্যকে কাজে লাগিয়ে এ ধরনের প্রচারণা চালাচ্ছে জামায়াত।

হামিম জানান, বিষয়টি প্রথম তার নজরে আসে খুলনায়। খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জনপ্রিয়তা বেশ উচ্চ। কিন্তু স্থানীয় এক ভ্যানচালককে জামায়াতের প্রার্থী চিনতে না পারলেও ভোট দেওয়ার কথা বলতে শোনা গেছে।

হামিম পডকাস্টে বলেন, “গ্রামে গিয়ে দেখেছি, ভ্যানচালক বলছে, ‘সবাইকেই তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব।’ আমি অবাক হয়েছি, তিনি তো প্রার্থীর নামও জানেন না।”

ঢাকায় আসার পরে বিষয়টি আরও স্পষ্ট হয়। এক রিকশাওয়ালা জানান, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, রিকশায় যাদের উঠবে, তাদেরকে বলে দিতে যে ‘একবার জামায়াতকেও দেখবেন’। হামিম বলেন, “এটি সংঘবদ্ধ ও ইনটেনশনাল প্রচার। প্রথমে বুঝতে পারিনি, পরে বিষয়টি ছদ্মবেশে পরীক্ষাও করা হয়।”

ছাত্রদল নেতা এ ধরনের নিম্নআয়ের শ্রমজীবীদের দারিদ্র্যকে পুঁজি করে পরিচালিত প্রচারণাকে ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, “এভাবে দারিদ্র্যের একটি অংশকে কাজে লাগিয়ে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com