ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২০ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসায় নতুন নির্দেশনা সরকারের

প্রকাশিত : ০৫:২০ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে আগমনী ভিসার ফি মওকুফ করা যাবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোট চলাকালে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান ভিসা নীতিমালা-২০০৬ এবং পরবর্তীতে জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্দিষ্ট ভিসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিসা অন অ্যারাইভালের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসনের তথ্য, ফিরতি টিকিটসহ সংশ্লিষ্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে বলা হয়েছে। কোনো ধরনের সন্দেহ, অনিয়ম বা অসঙ্গতি থাকলে ভিসা না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রয়োজন অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ উল্লেখসহ আগমনী ভিসা প্রদান করা হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী ভিসা ফি মওকুফের সুযোগও থাকবে।

এছাড়া দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌ-বন্দরে ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দেশের সব আন্তর্জাতিক প্রবেশপথ থেকে বিদেশি নাগরিকদের ভিসা ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com