ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৬ এএম, ১৫ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

হাদি হত্যার বিচার হবে তো? ফেসবুকে প্রশ্ন তুললেন স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা

প্রকাশিত : ১২:৪৬ এএম, ১৫ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

হাদি হত্যার বিচার দাবি করে ফেসবুকে স্ত্রীর প্রশ্ন, ‘আদৌ কি বিচার হবে?’

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন—ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি না।

একইসঙ্গে তিনি জানতে চান, এই হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন কোনো কর্মসূচির ঘোষণা আসছে না।

পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘বিচার হবে না—এই শব্দগুচ্ছ মাথায় আনাই যাবে না। বিচার হতেই হবে, যে কোনো মূল্যে।’ তার মতে, বিচার না হলে ভবিষ্যতে এ দেশের মাটিতে আর কোনো ওসমান হাদি বা বিপ্লবী বীর জন্ম নেবে না।

তবে তিনি প্রশ্ন তোলেন, একটি স্পষ্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এত সময় কেন লাগছে। কেন বিষয়টি দীর্ঘায়িত হচ্ছে—সে প্রশ্নের উত্তর সবাই জানে বলেও ইঙ্গিত দেন তিনি।

পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি উল্লেখ করে রাবেয়া ইসলাম সম্পা স্মরণ করিয়ে দেন, ওসমান হাদি একসময় বলেছিলেন—‘সহজ কথা সহজে বলা যায় না।’ সেই প্রসঙ্গে তিনি লেখেন, যুক্তি বা ব্যাখ্যার প্রয়োজন নেই; কেন সবকিছু সহজভাবে এগোচ্ছে না, তা সবাই অবগত। তিনি হাদির কথাই উদ্ধৃত করেন—‘আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই সংগ্রাম।’

এ সময় তিনি ইনকিলাব মঞ্চ নিয়ে হাদির বলা কিছু ব্যক্তিগত কথাও তুলে ধরেন। রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ওসমান হাদি বলতেন—‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা বিনা বেতনে কাজ করে, ঠিকমতো খাওয়ার সুযোগও পায় না। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে আছে। ওদের ভবিষ্যতের চিন্তা নেই, কিন্তু আমার দায়িত্ব ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়া।’

তিনি আরও লেখেন, যারা ওসমান হাদিকে শুধু বক্তৃতা, ভিডিও কিংবা বক্তব্যের মাধ্যমে চিনেছেন ও ভালোবেসেছেন—তারা যেন একবার ভাবেন, ইনকিলাব মঞ্চের সেই ভাই-বোনদের মানসিক অবস্থা কেমন। যাদের কাছে হাদি ছিল সারাক্ষণের ছায়া, তারা এখন কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো বলতেন—‘আমাকে নিয়ে যা খুশি বলেন, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।’

পোস্টের শেষাংশে তিনি হাদির একটি উক্তি তুলে ধরেন—‘দাসত্বই যদি জমিনের নিশ্চল নিয়তি হয়, তবে লড়াইই সেখানে সর্বোত্তম ইবাদত।’ এরপর তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ।

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন পরিচিত সম্মুখযোদ্ধা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com