ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৯ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

চরমোনাই খেলাফত মজলিসের কারণে ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামি জোট ভাঙনের মুখে পড়েছে। মূলত চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের অবস্থান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উচ্চাকাঙ্ক্ষার কারণে জোটে সমঝোতা ব্যর্থ হয়েছে।

জোটভুক্ত জামায়াতে ইসলামী তাদের ৪০টি আসন ছাড়তে রাজি হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন আরও বেশি আসনের দাবি করেছে। এছাড়া মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসও নিজেদের প্রকৃত অবস্থানের চেয়ে বেশি আসনের দাবিদার হওয়ায় চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে দল দুটি ১১ দলীয় জোট থেকে আলাদা নির্বাচন করার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত মঙ্গলবার আসন ভাগাভাগি চূড়ান্ত করে যৌথ ঘোষণার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফল হয়নি। এছাড়া জামায়াত প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাই পীর ও মামুনুল হকের দলের বিপরীতে এক ডজনেরও বেশি আসনে প্রার্থী দেয়নি। এ ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সঙ্গে সমঝোতার অতিরিক্ত সুবিধা পাচ্ছে।

জোটভুক্ত ইসলামী দলগুলোর মধ্যে রয়েছে:

  • চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন

  • মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস

  • বাংলাদেশ খেলাফত মজলিস

  • খেলাফত আন্দোলন

  • নেজামে ইসলাম পার্টি

  • জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

জোটের অন্যান্য দলের মধ্যে জুলাইযোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি, মজিবুর রহমান মনজু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হওয়ার পর ইসলামি দলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এনসিপি যোগ দেওয়ায় জামায়াত জোটে ইসলামি দলের গুরুত্ব কমতে থাকে এবং ভাগে কম

আসন পাওয়ার ভয়ে জোটভুক্ত নির্বাচনে তাদের আগ্রহও কমে যায়।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেখা যায়, ৩০০ আসনের বিপরীতে জোটের প্রায় ৬০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোট জানিয়েছে, সময় কম থাকার কারণে এ অবস্থা তৈরি হয়েছে এবং আলোচনা শেষে ৩০০ আসন চূড়ান্ত করা হবে। এনসিপি জোটে ৩০ আসন পাবে, যা তারা আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com