সংগৃহীত
আপিল বিভাগেও স্বস্তি পেলেন না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
আপিল বিভাগের চেম্বার আদালত থেকেও কোনো স্বস্তি মিললো না কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর। ঋণখেলাপি হিসেবে তাকে বহাল রেখে নির্বাচনে অংশগ্রহণে তার অযোগ্যতা বহাল রেখেছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুলের চূড়ান্ত নিষ্পত্তি হলে তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করা হয়।
এর আগে, গত ৮ জানুয়ারি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চেম্বার আদালত স্থগিত করেন। পরবর্তীতে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে সর্বশেষ শুনানিতে আদালত তার আবেদন নাকচ করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com