ঢাকা, ০৬ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৩:৫৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

হা'দি হত্যাকাণ্ডের মূল আসামী ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

প্রকাশিত : ০৩:৫৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

ডিএমপি কর্মকর্তারা হা'দি হত্যাকাণ্ডের মূল আসামী ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছেন।

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার পুলিশ (ডিএমপি) হা'দি হত্যাকাণ্ডের মূল আসামী ফয়সাল সম্পর্কিত ভিডিওর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। তদন্তকারী কর্মকর্তারা ভিডিওর বিভিন্ন ফ্রেম বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ফয়সালের দোষ প্রমাণ করতে এবং হত্যাকাণ্ডের পরিস্থিতি স্পষ্ট করতে ভিডিওর রেকর্ডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ভিডিও থেকে অন্যান্য প্রমাণাদি সংগ্রহের চেষ্টা চলছে।

তদন্তকারীরা বলছেন,

“ভিডিও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঘটনার সময়, স্থান এবং মূল আসামির উপস্থিতি নিশ্চিত করা হবে। এটি মামলার সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, ফয়সাল ও তার সহযোগী স্বীকারোক্তি দিয়েছেন যে তারা হা'দি হত্যাকাণ্ডে জড়িত। ডিএমপি এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কোন ব্যক্তির সম্পৃক্ততা আছে কি না তাও যাচাই করছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com