হাদি হত্যাকাণ্ডে ফয়সালের ভূমিকা নিয়ে নতুন অভিযোগ তুলেছেন আন্দোলনকারী জুমা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন্দোলনের অন্যতম সংগঠক জুমা। তার দাবি, পরিকল্পিতভাবেই ফয়সালকে জামিনে মুক্ত করে আনা হয়েছিল হাদিকে হত্যার উদ্দেশ্যে।
শনিবার এক বক্তব্যে জুমা বলেন, ফয়সাল কোনো সাধারণ আসামি ছিল না। তাকে জামিনে বের করার পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য ছিল। হাদিকে হত্যার ছক অনেক আগেই কষা হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই ফয়সালকে বাইরে আনা হয়।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগে ও পরে ফয়সালের গতিবিধি, যোগাযোগ এবং কর্মকাণ্ড পর্যালোচনা করলে পুরো ঘটনার যোগসূত্র স্পষ্ট হয়ে উঠবে। এ ঘটনায় শুধু ফয়সাল নয়, এর পেছনে থাকা সকল পরিকল্পনাকারী ও মদদদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জুমা অভিযোগ করেন, একটি শক্তিশালী চক্র এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। তবে প্রকৃত সত্য উদঘাটনে আন্দোলনকারীরা রাজপথ ও আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এদিকে, হাদি হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক ইউনিট কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা যাচাই করতে আসামিদের কল রেকর্ড, ভিডিও ফুটেজ ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com