একই আসনে বাবা ও ছেলের মনোনয়ন বৈধ ঘোষণায় ভোটের মাঠে তৈরি হয়েছে ব্যতিক্রমী প্রতিদ্বন্দ্বিতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে—হান্নান মাসউদ এবং তার বাবা। নির্বাচন কমিশন দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে।
শনিবার যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা হান্নান মাসউদ ও তার বাবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। ফলে তারা দুজনই নির্বাচনের মাঠে থাকছেন বলে নিশ্চিত হয়েছে।
বাবা-ছেলের এমন প্রতিদ্বন্দ্বিতা ভোটের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
নির্বাচনী প্রচারণায় দুজনই নিজ নিজ অবস্থান ও পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন। ফলে একই পরিবারের দুই প্রার্থীর লড়াই আসন্ন নির্বাচনে বাড়তি আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com