ঢাকা, ০৬ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৩:৩৫ এএম, ০৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজনৈতিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সংসদীয় আসনের মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্যক্তির মৃত্যুর কারণে নির্বাচনী প্রক্রিয়ায় তার অংশগ্রহণ বন্ধ হয়েছে।

নির্বাচন কমিশন এ বিষয়ে জানিয়েছে, প্রার্থী প্রয়াত হওয়ার পর তার মনোনয়ন বাতিল করা হয় এবং নির্বাচনী কার্যক্রমে আর কোনো প্রভাবশালী পদক্ষেপ গ্রহণ করা হবে না।

বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি শোকের অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। দেশজুড়ে রাজনৈতিক ও সাধারণ জনগণ শোক প্রকাশ করেছেন।

এদিকে, বিএনপির পক্ষ থেকে তার রাজনৈতিক উত্তরাধিকার ও আসনভিত্তিক কার্যক্রম বিষয়ে সমন্বয় করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রয়াত চেয়ারপারসনের স্থায়ী রাজনৈতিক উত্তরাধিকার প্রক্রিয়া সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com