ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:১৯ এএম, ০৫ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

দু’এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হতে পারেন: ফখরুল

প্রকাশিত : ০২:১৯ এএম, ০৫ জানুয়ারি ২০২৬

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন কয়েক দিনের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চূড়ান্তভাবে চেয়ারম্যান করা সম্ভব হতে পারে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও, আশা করি দু–এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব। কারণ দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই শূন্যস্থান পূরণ করাই আমাদের দায়িত্ব।”

ফখরুল আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাধারণত সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আমাদের প্রত্যাশা, তিনি এবারও সিলেট থেকেই প্রচারণা শুরু করবেন।”

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার আসার পর গত এক বছরে একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যা মব ভায়োলেন্স ও মবোক্রেসি হিসেবে ধরা যায়। এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা নিয়েও ফখরুল বলেন, “আমাদের একটা ঘোষণা আছে যে, যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। তবে এটি সর্বদলীয় নয়।”

সবশেষে তিনি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, “আজ যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে আসে না, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠাও একদিনে হয় না।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com