ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১২:০৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

প্রকাশিত : ১২:০৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৬

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের উদ্দেশ্যে কক্সবাজার সফরে যাচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, তিনি কক্সবাজারে গিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করবেন।

সূত্র অনুযায়ী, সফরকালে তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজখবর নেবেন। একই সঙ্গে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিএনপি নেতারা জানান, গণআন্দোলনে শহীদদের প্রতি সম্মান ও দায়বদ্ধতার অংশ হিসেবেই এই কবর জিয়ারতের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com