ঢাকা, ০৮ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৪:১৭ এএম, ০৬ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা কমছে এনসিপির, তালিকা সংকুচিত হয়ে নামছে দশের নিচে

প্রকাশিত : ০৪:১৭ এএম, ০৬ জানুয়ারি ২০২৬

জামায়াত-এনসিপির আসন সমঝোতা নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা।

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনে সমঝোতার কথা ভেবেছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে গিয়ে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দশের নিচে নেমে আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে এনসিপির কয়েকজন আলোচিত নেতা আসন সমঝোতার বাইরে পড়তে পারেন, যা নিয়ে দলটির ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যদিও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে এ বিষয়ে এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জামায়াত কিংবা এনসিপির শীর্ষ নেতৃত্ব। সংশ্লিষ্টরা বলছেন, আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত নয় এবং আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত সবকিছুই অনিশ্চিত।

জামায়াত সূত্রে জানা গেছে, দলটি জনভিত্তি ও জনপ্রিয়তা রয়েছে—এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে আগ্রহী। সে কারণেই কিছু আসনে পুনর্বিবেচনা চলছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, জামায়াতের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, কয়েকটি আসনে ইতোমধ্যে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এবং সেসব এলাকায় উভয় পক্ষের মধ্যে সমন্বিতভাবে কাজও হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, অনানুষ্ঠানিক সমঝোতা শেষ হলে জোটের শরিকরা একক প্রতীক ও অভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণায় নামবে। তখন আসন নিয়ে বিভ্রান্তি অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগত মতের কোনো সুযোগ নেই। তার ভাষায়, দল যদি কোনো আসন জোটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি মেনে নেওয়াই তাদের সাংগঠনিক নীতি। তিনি আরও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পরই চূড়ান্তভাবে বোঝা যাবে কোন আসনে কে থাকছেন।

দুই দলই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন নেতারা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জোট টিকিয়ে রাখতে প্রয়োজনে ছাড় দিতেও তারা প্রস্তুত।

এদিকে সরোয়ার তুষার বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আসন সংখ্যার বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। তবে জোটের ভবিষ্যৎ নিয়ে উভয় পক্ষের মনোভাব ইতিবাচক বলেই দাবি করেছেন তারা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com