উত্তরাঞ্চল দিয়ে ঢাকার বাইরে চার দিনের সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী তারেক রহমান উত্তরাঞ্চলের মোট ৯টি জেলা সফর করবেন। সফরের প্রথম দিন ১১ জানুয়ারি তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় যাবেন। ওইদিন রাত কাটাবেন বগুড়ায়।
পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রওনা হয়ে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন তিনি। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন তারেক রহমান। ওইদিন রাতেই তিনি রংপুরে ফিরে আসবেন।
চার দিনের সফরের শেষ দিনে, ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com