বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে সদস্যপদ নিচ্ছেন মীর আরশাদুল হক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন মীর আরশাদুল হক।
এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন মীর আরশাদুল হক। ওই পোস্টে তিনি জানান, দলের সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
এনসিপিতে দায়িত্ব পালনকালে মীর আরশাদুল হক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি দলের পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন।
তার বিএনপিতে যোগদানকে চট্টগ্রামের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com