সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার। তিনি সতর্ক করে বলেছেন, বৈশ্বিক ব্যবস্থা যেন ভেঙে পড়ে ‘লুটের আড্ডায়’ পরিণত না হয় এবং নীতিহীন শক্তিগুলো যেন ইচ্ছেমতো দখলদারিত্ব চালাতে না পারে—সে বিষয়ে বিশ্বনেতাদের সচেতন থাকতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যদিও স্টেইনমেয়ার সরাসরি ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রসঙ্গ উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে সে ঘটনারই ইঙ্গিত ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলায় হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর ইউরোপীয় নেতাদের মধ্যে তিনিই প্রথম, যিনি পরোক্ষভাবে হলেও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন।
বুধবার রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে জার্মান প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক গণতন্ত্র আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি আক্রমণের মুখে রয়েছে। তিনি রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনকে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন।
স্টেইনমেয়ার বলেন, এসব ঘটনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আচরণও আরেকটি ঐতিহাসিক ভাঙনের প্রতিনিধিত্ব করছে। তার ভাষায়, ‘এরপর রয়েছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ভাঙন—যে দেশটি এই বৈশ্বিক ব্যবস্থার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
তিনি আরও বলেন, এমন একটি বিশ্বব্যবস্থা প্রতিরোধ করতে হবে, যেখানে অঞ্চল বা পুরো দেশকে কয়েকটি বৃহৎ শক্তির সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে, আর নীতিহীন শক্তিরা যা খুশি দখল করে নেবে।
যদিও জার্মান প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক, তবে অন্যান্য রাজনীতিকদের তুলনায় তিনি মত প্রকাশে তুলনামূলক স্বাধীন। সে কারণেই তার বক্তব্য আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ সময় স্টেইনমেয়ার ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা রক্ষায় এসব দেশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com