ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে শহিদ শরিফ ওসমান হত্যা মামলার তদন্তসংক্রান্ত ব্রিফিং
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী। সরাসরি গুলি চালিয়েছিলেন ফয়সাল করিম মাসুদ, যাকে আলমগীর হোসেন শেখ সহযোগিতা করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা চূড়ান্ত হয় সিঙ্গাপুরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম।
ডিবি জানায়, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে যান। ফয়সালের ভগিনীপতি মুক্তি মাহমুদ ও দালাল ফিলিপ স্নাল তাদের আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণে সহায়তা করেন। এছাড়া নুরুজ্জামান ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম সীমান্ত পারাপারে সহযোগিতা করেন। ফয়সালের বাবা-মা এবং বোনও হত্যাকাণ্ডে আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে যুক্ত ছিলেন।
ডিবির তদন্তে উদ্ধারকৃত অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। এছাড়া জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর বিবৃতি, সিসিটিভি ফুটেজ এবং ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে প্রত্যেক আসামির ভূমিকা নির্ধারণ করা হয়েছে।
তদন্তের তথ্য অনুযায়ী, শরিফ ওসমান বিন হাদির রাজনৈতিক কর্মকাণ্ড এবং সরকারের সমালোচনা এই হত্যার মূল প্রেক্ষাপট।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com