মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী দাবি করেছেন, প্রভাবশালী মহলের চাপে তাকে ফাঁসানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন—এই所谓 ‘ওপর লেভেলের’ ব্যক্তি বা গোষ্ঠীটি আসলে কারা?
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সুরভী।
তিনি বলেন, টানা চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এবং সে সময় অনেকেই তাকে দেখতে গিয়েছেন। নিজের বয়স উল্লেখ করে সুরভী বলেন, তিনি এখনও ১৭ বছরের কিশোরী এবং পরীক্ষার প্রস্তুতির কারণে জামিনের আবেদন করেছিলেন।
সুরভীর অভিযোগ, কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে ১১ দিন কারাবন্দি থাকতে হয়েছে এবং এ সময় দুই দফা রিমান্ডে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার কাছে একাধিকবার আপসনামায় স্বাক্ষর করার চাপ দেওয়া হয়েছিল। তবে তিনি এতে সই করেননি। সুরভীর দাবি, সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে তিনি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করার পরই আপসের প্রস্তাব নিয়ে তার কাছে যাওয়া হয়।
এ ঘটনায় সুরভী তাকে সহায়তা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন।




