আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।’ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। সে কারণে তাদের দায়মুক্তির অধিকার থাকা উচিত। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যোদ্ধারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন, তার জন্য আইন প্রণয়নের মাধ্যমে দায়মুক্তি দেওয়া প্রয়োজন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়, আরব বসন্তসহ বিভিন্ন সময়ে সংঘটিত গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনধিকৃত সরকারের পতনের পর বহু দেশেই এ ধরনের আইন কার্যকর হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইন প্রণয়নের বৈধতা রয়েছে। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল।
এসব আইনি নজির ও সাংবিধানিক বিধানের আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলেও জানান তিনি। ড. আসিফ নজরুল বলেন, ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এই খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টের শেষাংশে তিনি আবারও উল্লেখ করেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com