বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়ে দিয়েছে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নিতে বাংলাদেশ দলকে সেখানেই খেলতে হবে।
আইসিসি সূত্রে জানা গেছে, নিরাপত্তা, অবকাঠামো ও আয়োজক প্রস্তুতির দিক বিবেচনায় ভারতকেই বিশ্বকাপ আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে। ভেন্যু পরিবর্তন বা বিকল্প কোনো দেশে ম্যাচ আয়োজনের বিষয়ে আপাতত কোনো সুযোগ নেই বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বকাপ আয়োজন ঘিরে এর আগে কিছু দেশ নিরাপত্তা ও লজিস্টিক ইস্যু তুলে ধরলেও আইসিসি জানায়, আয়োজক দেশ হিসেবে ভারতের প্রস্তুতি সন্তোষজনক। সব অংশগ্রহণকারী দলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, আইসিসির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানার পর দলীয় প্রস্তুতি ও সফর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণই এখন মূল লক্ষ্য, ভেন্যু নিয়ে আর কোনো আনুষ্ঠানিক আপত্তি তোলা হচ্ছে না।
বিশ্লেষকদের মতে, ভারতীয় কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলেও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্সের সুযোগ রয়েছে। সামনে সূচি ও ভেন্যু ঘোষণা হলে দল গঠন ও প্রস্তুতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ সামনে রেখে আইসিসির এই সিদ্ধান্তে নিশ্চিত হলো—সব জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বসছে ভারতের মাটিতেই।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com