ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয় এখনও অনিশ্চিত। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার বিষয়টি বিসিবিকে জানিয়েছে। বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসির রিপোর্ট অনুযায়ী ভারতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, যা বাংলাদেশের ভাবনাকে প্রভাবিত করছে।
বিসিবি ও আইসিসির মধ্যে মঙ্গলবার অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে কোনো সমাধান হয়নি। বিসিবি একটি বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। পাশাপাশি আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের সব ম্যাচ ভারতে না খেলে অন্য কোনো দেশে আয়োজন করা হোক।’
বিসিবি আরও জানিয়েছে, ‘আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে দুপক্ষই সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, অফিসিয়াল ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু ভারতে খেলা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির সিকিউরিটি ম্যানেজারের রিস্ক রিপোর্ট আমাদের উদ্বিগ্ন করছে। আমাদের খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সত্যিকারের বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়া উচিত। না হলে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারার সম্ভাবনাও রয়েছে। ভারতে খেললে দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমরা আপস করতে পারি না।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com