আইপিএল থেকে মোস্তাফিজ বাদ পড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাফুফে সভাপতি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তার অভিযোগ, রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলাধুলার নীতির পরিপন্থি।
জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবিতে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআইয়ের সেই নির্দেশনা অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাবিথ আউয়াল লেখেন, কলকাতা নাইট রাইডার্স দলে মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করলেও কেবল রাজনৈতিক চাপে পড়ে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে—এটা অত্যন্ত হতাশাজনক।
তিনি বলেন, মোস্তাফিজ একজন বিশ্বমানের ক্রিকেটার, যিনি নিজের পারফরম্যান্স ও দক্ষতার মাধ্যমে দল নির্বাচনে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয় পরিচয়ের কারণে তাকে টার্গেট করা একজন পেশাদার ক্রীড়াবিদের প্রতি চরম অবিচার এবং অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে বাফুফে সভাপতি আরও বলেন, ক্রিকেটের মতো একটি ‘জেন্টলম্যানস গেম’-এ এ ধরনের সিদ্ধান্ত মোটেও কাম্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের প্রতি খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়িয়ে না ফেলার আহ্বান জানান।
পোস্টে তাবিথ আউয়াল আরও উল্লেখ করেন, খেলাধুলার শক্তি মানুষকে বিভাজন নয়, বরং ঐক্যের পথে নিয়ে যায়। এটি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া তৈরির মাধ্যম হওয়া উচিত। তিনি মোস্তাফিজকে উদ্দেশ করে বলেন, পুরো জাতি তার পাশে রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com