সংগৃহীত
গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কথা তুলে ধরে পরবর্তীতে তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। মোস্তাফিজকে ঘিরে এই ঘটনায় বাংলাদেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে—ভারত যদি একজন বিদেশি ক্রিকেটারকে আইপিএলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে?
নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দুই দফা চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে গিয়ে খেলা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে মত দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতির ঝুঁকি অত্যন্ত বেশি। বড় টুর্নামেন্টে অংশ না নিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। তখন টিভি সম্প্রচার, স্পন্সরশিপ ও দ্বিপাক্ষিক সিরিজ থেকেও আয় কমে যাবে।
সুজনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের মূল চালিকাশক্তিই অর্থনীতি। পর্যাপ্ত আয় না থাকলে ক্রিকেট কাঠামো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com