ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো এক চিঠিতে মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপের দল থেকে না রাখার সুপারিশ করেছে বলে জানা গেছে।
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে আইসিসির নিরাপত্তা বিভাগ এই সুপারিশ দেয়। সম্প্রতি বিসিবিকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকি বাড়তে পারে।
বুধবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা প্রতিবেদনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক।
আইসিসির নিরাপত্তা টিমের সুপারিশ অনুযায়ী—
প্রথমত, বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, ভারতে বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা বহন বা প্রদর্শনের ক্ষেত্রে দর্শকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বিসিবি স্পষ্ট করে জানায়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়।
বর্তমানে বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com