ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ
বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থান বজায় রাখছে। যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা নিশ্চিত করা বাংলাদেশের অগ্রাধিকার।
এবিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে কোনো আপস করা হবে না।"
তিনি আরও জানান, ভারতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ দেওয়ার পর BCB আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য জানিয়েছে। আইসিসিও বাংলাদেশের উদ্বেগ সমাধানে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ আশা করছে, আইসিসি তাদের যুক্তিগুলো সহৃদয়তার সঙ্গে বিবেচনা করে এবং তত্ত্বাবধায়ক দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com