ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ভারতে জাতীয় দল পাঠাবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সংশ্লিষ্ট সূত্র।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আসন্ন নির্ধারিত সফর বা প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র জানায়, সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা, কূটনৈতিক প্রেক্ষাপট এবং খেলোয়াড়দের সার্বিক স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবি আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
আইসিসির কাছে পাঠানো বার্তায় বিসিবি স্পষ্ট করেছে যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে দল পাঠানোর বিষয়ে তারা ইতিবাচক অবস্থানে নেই। তবে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হলে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হতে পারে।
এদিকে বাংলাদেশের এই অবস্থানের পর আইসিসি কী ধরনের পদক্ষেপ নেয়, সে বিষয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু দ্বিপক্ষীয় ক্রিকেট নয়, আন্তর্জাতিক সূচি ও টুর্নামেন্ট পরিকল্পনার ওপরও প্রভাব ফেলতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com