সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলটির নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব জুলফিকার।
বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, যেমন: কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। এর মধ্যে মারউই, ডি লিডে, মাইকেল লেভিট ও লায়ন-ক্যাশেট ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে অংশ নিয়েছিলেন।
অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান ২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করেছেন তিনি। নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৫১৫ রান ও ১১ উইকেট।
পেসার টিম ফন ডার গুগটেনও ২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। নেদারল্যান্ডস জার্সিতে ৪৯ ম্যাচে তার শিকার ৫২ উইকেট, ব্যাট হাতে করেছেন ১৬৮ রান। অন্যদিকে, ২০২৪ সালের বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি পেসার লোগান ফন বিক।
অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়াও দলটিতে রয়েছে দুই উইকেটরক্ষক কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। তবে এই দুইজনের কেউ এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা পাননি।
বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমেদ ও রায়ান ক্লেইন বিশ্বকাপের দলে জায়গা পাননি।
নেদারল্যান্ডস গ্রুপ ‘এ’-তে স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com