ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০১:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বিশ্বকাপ বিতর্কে তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম

প্রকাশিত : ০১:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ ইস্যুতে বক্তব্য দেওয়ার পর তামিম ইকবালকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বকাপ বিতর্কে তামিমকে ঘিরে উত্তাপ, বিসিবি পরিচালকের মন্তব্যে সমালোচনার ঝড়

ভারতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে যখন দেশজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন, যা ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তামিম ইকবাল। ওই বক্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক পাতায় শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।

দীর্ঘ সময় পোস্টটি ফেসবুকে থাকলেও সমালোচনার মুখে গভীর রাতে কোনো এক সময় তা সরিয়ে নেন নাজমুল ইসলাম।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে আগামী মাসের বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত—এই দুটি বিষয় ঘিরে গত শনিবার থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। চলমান সংকটের প্রেক্ষাপটে মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন তামিম।

সে সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তামিম বলেন, বোর্ডে থাকলে তিনি সিদ্ধান্ত নিতেন ভবিষ্যৎ বিবেচনায় রেখে। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। তবে আবেগ নয়, আলোচনার মাধ্যমেই অনেক জটিলতা সমাধান সম্ভব—এ কথাও জোর দিয়ে বলেন সাবেক অধিনায়ক।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ভাবা হলেও সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে একটি স্বাধীন বোর্ড হিসেবে বিসিবির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। ভবিষ্যতে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ওপর কী প্রভাব পড়বে, সেটি বিবেচনায় নিয়েই যেকোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তামিম।

তামিম ইকবাল এ প্রসঙ্গে আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট আয়ের বড় অংশই আসে আইসিসি থেকে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, আর্থিক বাস্তবতা ও দীর্ঘমেয়াদি স্বার্থ—সব দিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত হওয়া জরুরি।

তামিমের এসব বক্তব্যসংবলিত ফটোকার্ড শেয়ার করেই বিসিবির পরিচালক নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্যটি করেন।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির চেয়ারম্যান করা হয়। ওই নির্বাচন ঘিরেও তখন নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। নির্বাচনে প্রভাব বিস্তার এবং ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই অভিযোগে ভোটের আগেই সরে দাঁড়ান আরও ২১ জন প্রার্থী। এমনকি ভোটের আগেই ৯ জনের পরিচালক হওয়া নিশ্চিত ছিল—এমন অভিযোগও উঠে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com