ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০১:৪৯ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ছাত্র সংসদে শিবিরের সাফল্য গবেষণার বিষয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১:৪৯ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র সংসদে শিবিরের সাফল্য গবেষণার বিষয়, জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না: মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্য ও জনপ্রিয়তার কারণ নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ ও গবেষণার দাবি রাখে। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দুটি বিষয়কে আলাদা করে দেখার আহ্বান জানান তিনি।

বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যেভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যাকাণ্ড ঘটছে, সে তুলনায় সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এ অবস্থায় সরকারকে আরও দায়িত্বশীল ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি মাতৃভূমিতে ফিরেছেন। সফরের অংশ হিসেবে তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনে শহিদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন বলে জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টি পদে জয় পায় ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’ চারটি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে বিজয়ী হন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com