সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধারাই বাংলাদেশের প্রকৃত সূর্য সন্তান। জুলাই আন্দোলনের বাইরে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা ও ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন শেষে দোয়ারাবাজার ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিল, তারা ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিদেশে বসে নানা কথা বলে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচাল করতে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোট প্রসঙ্গে আদিলুর রহমান বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জুলাই সনদের আলোকে যে গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখানে জনগণ যদি পরিবর্তনের পক্ষে রায় দেয়, তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com