ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:২৩ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ১০:২৩ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি নিহত নেতার পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণতন্ত্র ও নির্বাচন চায় না—এ ধরনের কোনো গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারকে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরে তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com