ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১২:৪২ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

নির্বাচনের অপেক্ষায় দেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২:৪২ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের অপেক্ষায় সারাদেশ, আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোর ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। অতীতে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট সরকারের সময়ে সক্রিয়ভাবে কাজ করেছে, আর সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর। দেশে ফেরার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। ঢাকায় তার আগমনের সময় বিপুল মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জেলা পর্যায়ের সফরের মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলকে স্বনির্ভর করার ক্ষেত্রেও এই সফর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com